সেই তুমি, এই আমি
- অনির্বাণ মিত্র চৌধুরী

পুরনো সেই ক্যাফেটেরিয়া,
সেই পুরনো কেবিন
মুখোমুখি দু'জন আবার
স্মৃতির ভেলায় অন্তরীন।
কতদিন পর দেখা হল আজ,
বলতে পারো, কতটা দিন?
কিছু স্মৃতি আজ আবছা ভীষণ
কিছু স্মৃতি আজও রঙিন।

সেই দেখা আর এই দেখা -
মাঝে ২০ বছরের ফারাক
যৌবন প্রায় শেষের কোটায়,
চুলে যে ধরেছে পাক।
ভাগ্যের ফেরে আজ আবার
মুখোমুখি তুমি-আমি
হারিয়ে গেছে কত মুহূর্ত,
কত স্মৃতি দামী দামী।

বদলে যাওয়া সম্পর্ক,
বদলে যাওয়া সময়
সেই তুমি, সেই আমি
আজ কেউ কারো নয়।

একদিন তুমি ছিলে জুলিয়েট,
আর আমি রোমিও
হঠাৎ পাল্টে গেলে তুমি,
পাল্টে গেলাম আমিও।
তুমি বড্ড অভিমানী ছিলে,
আমিও তো যাই নি কম
দূরত্ব বেড়েছে দিনে দিনে,
অভিমানের এটাইতো নিয়ম।

সে যাক, ওসব তো পুরনো
ধুসর, বিবর্ণ, দুঃসহ অতীত
বলো, কেমন আছে বর্তমান?
অভিমান কমেছে কি কিঞ্চিত?
ভালবাসবে বলেই তো এসেছিলে,
ভালো থাকবে বলেই ছেড়েছো
আমি তো আমার মতই আছি,
তুমি কি ভালো থাকতে পেরেছো?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।