ভালো মানুষ-দুই
- ফয়েজ উল্লাহ রবি
নিত্য যিনি ভাবেন তিনি মস্ত বড় মহাজন,
কেমন তিনি স্বভাব তাহার জানেন তাহা কাছের জন ।
আয়নাতে মুখ দেখে-দেখে আয়নার মুছে ময়লা
অপরূপ ভাবে যে নিজেই ভেতরটা তার কয়লা ।
সাদা মনের মানুষ যিনি খায় মার দিনে-রাতে
ভালো যে সব কালোর ভাগে; মন্দ ভালোর সাথে ।
তুচ্ছ ভাবে সবাই তারে দেয় না তো কেউ দাম
কাঁদে নীরব একলা বসে আছে শুধুই নাম ।
নিজ পরিচয় সবার কাছে করেনা সে জাহির
ভালো হওয়াই অপরাধ আজ; দেখবে কি তার নজির ।
১০ ভাদ্র ১৪২৬, ২৫ আগস্ট ২০১৯
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 8টি মন্তব্য এসেছে।
২৬-০৮-২০১৯ ১৪:০৬ মিঃ
ফয়েজ উল্লাহ রবি স্যার আপনার কবিতা গুলো আমার খুব ভালো লাগে আপনি ইচ্ছে করলে আমার কবিতা গুলো ঘুরে দেখতে আসতে পারেন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।