গল্পহীন শহর
- সীমান্ত মুরাদ ২৭-০৪-২০২৪

যথাযথ সকল বেদনাকে দূরে সরিয়ে হাঁটতে থাকি মৃতপ্রায় সকল গাছের আর্তনাদ জুড়ে দ্যায় শহরতলীতে আমাকে আমিই হত্যা করার জন্য ছুরিতে ধার দিতে থাকি অকস্মাৎ ছুড়িটি কথা বলতে শুরু করে দ্যায় আমি জানতে পারি, ছুরির মুখ থেকে লোহা যেমন লোহা কাটে মানুষে মানুষ কাটে এরকম করতে করতেই সভ্যতা আসে এরকম করতে করতেই সভ্যতা বিলুপ্ত হয়। একটি আকাশমণি গাছ নিত্যদিন বেড়ে উঠে শহরতলীর নির্জন শ্বাপদ পথ জুড়ে আর আমরা ভুলে থাকি বটগাছের ছায়ার পরম মায়া ২৭ আগষ্ট, ২০১৯

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
১১-০৬-২০২০ ১৪:০৫ মিঃ

  দারুণ লেখা ,