চি র ন্ত ন-চার
- ফয়েজ উল্লাহ রবি ২৬-০৪-২০২৪

#
আমি হাসতে জানি কাঁদতে জানি জানি না কাঁদাতে,
আমি তোমার আছি; ছিলাম তোমার নামের গান বাজাতে !!
#
মীর জাফর মরে গেছে কে বলে এই কথা,
যুগে-যুগে দেশে-দেশে মীরজাফর থাকে যথা ।
#
পুরোনো কথা গুলো, হারানো স্মৃতি গুলো, মনের মাঝে রেখো,
সব কথার মাঝে সব ব্যথার সাজে সুখ দুখের দিনে পাশে থেকো ।
#
জানি তুমি কাঙাল ভালোবাসার যেমন আছি আমি,
কতোটুকু বাসি তোমায় ভালো জানে অন্তযার্মী ।
#
মাঝ নদীতে ভাসছি আমি কূলের নাই ঠিকানা,
অথৈই জলে ভ্রান্ত নাবিক আপন সেই অজানা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।