ছন্দের কবিতা
- অর্বাচীন পথিক

শেষ থেকে শুরু শুধুই তুমি
জীবনটা যদি হতো প্রেমের কবিতা
তবে আমি ছন্দ হোতাম তোমার কবিতার ।
শুধু ছন্দ নয়,চরন,শব্দ গোটা কবিতাই,
তখন আমিই হোতাম তোমার সব কিছু।

আমার জীবনটা হয়নি প্রেমের কবিতা
আর তুমি ও হয়নি শেষ পর্যন্ত আমার জীবনের কবি…
তাই ছন্দ আর কবির সম্পর্ক হয়নি,
হয়েছে শুধুই বিচ্ছেদ…।

তুমি জীবন সংগ্রামে পরাজিত কবি
আর আমি তোমার ছন্দ যুদ্ধে আহত শরণার্থী ।
তুমি হতে চেয়ে ছিলে ছন্দের কবি,
আর লিখতে চেয়ে ছিল শুধুই ছন্দের কবিতা,
তোমার জন্য আর আমার জন্য
তুমি পারবে কি সেই কবিতা আর লিখতে……?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

২৭-০২-২০১৫ ০০:২০ মিঃ

Thank u

০২-০২-২০১৫ ১৮:৩৮ মিঃ

nice very @@@@