তুমি বীর তাই আমি দূর্বল
- ওয়াসিমুল বারী অন্তর - আল্লাহ যাদের গান ১৪-০৯-২০২৪
তুমি বীর তাই আমি দূর্বল
তুমি ভালো তাই আমি মন্দ
তুমি উন্নত তাই আমি বর্বর
তুমি বৃহৎ তাই আমি ক্ষুদ্র
তুমি অগ্নি তাই আমি বারী
যদি তুমি ভাল হও তবে তুমি যাবেনা
ভালো দের দলে
তাতে তুমি হবে মর্যাদাহীন
যদি তুমি ভালো হও তবে তুমি যাবে
খারাপ দের দলে
তাতে হবে তুমি মর্যাদাশীল
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।