ওপারেও দিয়ো গো বিদায়
- ওয়াসিমুল বারী অন্তর - অভাগিনী ১৪-০৯-২০২৪ওপারেই দিয়ো গো বিদায় এপারে না হয় শুভেচ্ছাই জানায় কাদঁতে পারিনা হাসির আভেসে এপারেতে মরে যাবো তুমায় ভালোবেসে ওপারেতেই দিয়ো গো বিদায় এপারে না হয় শুভেচ্ছাই জানায় ভুলতে পারি , না হয় বিশ্ব নিখিলে ভুলিয়া থাকিবো বল কি করে ওপারেতে তুমার দুয়ারে আজ ভালবাসা জানায় ওপারেই না হয় দিয়ো গো বিদায় একবারেই শিপ্ত করিতে চাই ওপারেই না হয় দিয়ো গো বিদায় আজ রীপ্ত দুপুরে ক্লান্ত বিকেলে তুমার চরনে হারাতে চাই আজ হারাতে চাই ওপারেই না হয় দিয়ো গো বিদায় --------------
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।