শ্রেণীহীন সমাজে সাজবেই পৃথিবী-
- এস আই তানভী ০৯-০৫-২০২৪

লেলিহান শিখা জ্বলে পাজরে পাজরে
ব্যথায় ব্যথায় জমা হওয়া বিষ-ভরা পেয়ালা,
অবিরত দোল খায় অন্তরে অন্তরে।

শত শত মাইল দিলাম একাকী পাড়ি-
কোথাও নেই একটাও শ্রেণীহীন সমাজ,
হতাশা, লাঞ্ছনা নিয়ে একাকীই মরি।

শ্রেণী- ব্যবধানের যাতাকলে পিষ্ট হই অবিরত
প্রতিবাদ করাটাই অপরাধ, নির্মম বেত্রাঘাত
তারাতো দেখতেই পায় না- হৃদয়ের ক্ষত।

তবুও হাল ছাড়ি না, কখনোই ছাড়ি না আশা
রক্তাক্ত চরণে, ক্লান্ত দেহ-মন নিয়ে
অনাগত প্রজন্মের তরে রেখে যাই ভালোবাসা।
আমার কথা বুঝতে অপারগ এই মূর্খ সভ্যতা
শ্রেণী-শোষকদের কালো দাঁত ভাঙতে
অনাগত প্রজন্মকে জাগাবেই আমার কবিতা।

প্রস্তুতি চলছে, সেই দিন আর বেশি দূরে নয়
জানি না- পৃথিবীর কোনদিক থেকে তারা আসছে
তবে আসবেই, শ্রেণীহীন সমাজ করবেই জয়,
হয়তো সেদিন আমি থাকবো না, পৃথিবী টা হবে শান্তিময়।
------------------
১৯/০১/২০১৭ইং।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

almamun1996
০৭-০৯-২০১৯ ১২:২৮ মিঃ

বাংলাদেশের সবচাইতে বড় শ্রেণি তো আছে।
১) রাজনৈতিক নেতা।
২) আমলা।

এরা যতোদিন আছে৷ দেশ এমনই থাকবে

Tanvi
০৭-০৯-২০১৯ ১০:২২ মিঃ

শোষণ বন্ধ হোক