এখন আমি
- আতিক রহমান
এখন আমি অনেক বেশি সহিষ্ণু ,
কান্না চেপে খুব সহজেই
সব ব্যথা সইতে পারি ,
মনের কথা মনখুলে কইতে পারি ।
এখন আমি অনেক বেশি স্বার্থহীন ,
যা কিছু সুখ যে কারো সুখের তরে
হাসিমুখে উজার করে দিতে পারি ,
অব্যক্ত প্রাপ্যগুলো নিজের করে নিতে পারি ।
এখন আমি আগের চেয়ে উদাস বেশি
জ্যোত্স্না খেয়ে সিগারেটহীন রাত কাটাতে পারি ,
ঠিকানা তোমার জানি না বন্ধু
মেঘের গায়ে চিঠি লিখে তবু পাঠাতে পারি ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।