নীরব পতন
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বাংলাদেশ ২৫-০৪-২০২৪

কলুষতাগুলো সব উড়িয়ে দিয়ে
গড়েছি পাখির মতো মন।


তবু উড়ে চলা দায়ভার এখানে
কূপমন্ডুক পিছু পিছু সারাক্ষণ।


হৃদয়ে গড়েছি এক ফুলের বাগান
তবু ফুল ফোটানো দায়ভার।


ফুলের সুবাস নিতে জানে না কেউ
কষ্টগুলো শুধু জমে বুকেতে আমার।


আলোর চাষবাস আলোকিত করা
ভালোবাসে না কেউ,অর্থকড়ির আলোড়ন।


এভাবে এখানে ঝরে পড়ে কত ফুল
সুবাস ছড়ানো হয় না তার ঘটে নীরব পতন।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।