বাবা
- ওয়াসিমুল বারী অন্তর - আল্লাহ যাদের গান ১৪-০৯-২০২৪

হাজারো স্মৃতি হাজারো কথা গেথে থাকে হৃদয়ের গহিনে অন্যসারে নীরবে আমি ভাবি হীনমনের প্রাণবনে তোমার নীরবকুন্ঠিত ভাঙাস্বরের বিরক্তিকর বচনগুলো আজই বুঝেছি আমি হৃদয়ে মোর এগুলোই ছিল সবচেয়ে ভালো শত বাধা আর শত গালি দিয়েছো তুমি মোরে আজ অশালিন সেই কথা গুলোই অন্তরে উঠে নড়ে তার পরেও প্রভু তোমাই রাখুক সর্বভালো অন্ধকারের জীবনে তুমি এনে দিয়েছো আলো
---------
উৎসর্গ : পিতা শেখ আব্দুল মজিদ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

wasemul
১৭-০৯-২০১৯ ১৮:৩৭ মিঃ

ধন্যবাদ প্রিয় কবি

almamun1996
১৭-০৯-২০১৯ ১১:৫৭ মিঃ

সুন্দর উপস্থাপন, ভালো ছিলো