আ‌গ্নেয়‌গি‌রি
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বিবিধ দুঃখ আর হতাশার কাব‌্য ১৯-০৪-২০২৪

আমার বু‌কের মা‌ঝে থ‌রে থ‌রে সাজা‌নো দুঃখ
‌সে কথা আ‌মি বল‌তে পা‌রি‌নি কাউ‌কে কো‌নো‌দিন
ঝ‌রে‌নি আ‌খিজল কভু শুধু বু‌কে‌তে শোক মাতম
‌থে‌কে থে‌কে শোধ ক‌রে যাই জ‌মে থাকা সব ঋণ।


আমার বু‌কের মা‌ঝে সতত জল‌ধি নির‌বে বয়
একবুক জ্বালা ব‌য়ে নি‌য়ে সে নির‌বে পু‌ড়ি‌য়ে যায়
আ‌মি আপন‌া‌তে জ্ব‌লে পু‌ড়ে অঙ্গার হ‌য়ে যাই
‌সে জ্বালা মোর কভ‌ু কেউ তো রা‌খে‌নি ভাবনায়।


আমার বু‌কের মা‌ঝে অ‌বিরত জ্ব‌লে আ‌গ্নেয়‌গি‌রি
তার উত্তাপ শুধু আমা‌তেই আ‌মি উপল‌ব্ধি ক‌রি
‌কেউ ডুবে‌নি সে জ্বালা‌তে মো‌রে বা‌ধে নি মায়া‌তে
তবু আ‌মি একা ই উত্তাল জল‌ধি‌তে ধ‌রে‌ছি পা‌ড়ি।


আমার বু‌কের মা‌ঝে যে ব্যথা নির‌বে বাসা বে‌ধে‌ছে
‌সে তো ঘুণ পোকা সম কু‌ড়ে কু‌ড়ে খায় ধীরলয়
‌সে ব্যথা মোর বু‌কের পাজ‌রে বাধা কপাল লিখন
শুধু আ‌মিই নির‌বে পু‌ড়ি নেই তো কা‌রো ভাবনায়।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।