এই শান্ত শহর
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - আল মামুন

এই শান্ত শহর
_=========
এইতো শান্ত শহর।
শান্ত মনে আমার অশান্ত সব ভাবনা।
চারদিকে তার প্রতিচ্ছবি ভেসে উঠে।


দূরে ওই সাগরের গর্জন আসে এই নগরে।
আহত পাখিদের ডাক,
আর সমুদ্রের নাবিকের জিজ্ঞাসিত চোখ।


আমিও মেহমান এই নগরে।।
এসেছি কাল্পনিক শান্তি নিতে।
জগৎ হতে কিছুতো পাবো।
ভিখারির মতো কুড়িয়ে নিবো।


আমার শান্ত ভাবনা।
ছিনিয়ে নিয়ে গেলো অশান্ত সেই নাবিকের দল।
সমুদ্রে চলে গেছে মাঝিমাল্লারা
আমিও দেখেছি তাদের পদচিহ্ন।
প্রেম এঁকেছে যে নাবিক।
প্রেমিকার বুকে আজো সেই নিঃশ্বাস কথা বলে।


আমিও সেই নাবিকের স্বপ্নে বিভোর।
আশাবাদী মাঝিমাল্লা দের দলে যেতে চায় মন।


আমিও শান্ত শহরে,
ঘুরে বেড়াবো পথিকের সাথে।
শান্ত এই শহরে।



দেখেছি প্রেমিকার ঠোঁটে,।
নাবিকের অশান্ত প্রহর।
আমি দেখেছি কবিতায় ভালোবাসার শহর।
প্রেমের ছোঁয়ায় শান্ত যে নগরী।
প্রেমিকার ঠোঁটে স্নিগ্ধ বিভাবরী।

বুকের ক্রন্দন যেন সমুদ্রের ঝড় তুলে দেয়।
প্রেমিকের মনে বান ডেকে দেয়।
আমি সেই জলে ডুব দিয়েছি।
আজো অশান্ত তাহার বুকের সমুদ্র।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

১৭-০৯-২০১৯ ১১:৫৯ মিঃ

ওয়াসিমুল বারী অন্তর, ধন্যবাদ আপনাকে

১৭-০৯-২০১৯ ১১:০৬ মিঃ

চমৎকার

১৩-০৯-২০১৯ ১৫:০৭ মিঃ

এই শান্ত শহর
_=========
এইতো শান্ত শহর।
শান্ত মনে আমার অশান্ত সব ভাবনা।
চারদিকে তার প্রতিচ্ছবি ভেসে উঠে।


দূরে ওই সাগরের গর্জন আসে এই নগরে।
আহত পাখিদের ডাক,
আর সমূদ্রের নাবিকের জিজ্ঞাসিত চোখ।

আমিও মেহমান এই নগরে।।
এসেছি কাল্পনিক শান্তি নিতে।
জগৎ হতে কিছুতো পাবো।
ভিখারির মতো কুড়িয়ে নিবো।

আমার শান্ত ভাবনা।
ছিনিয়ে নিয়ে গেলো অশান্ত সেই নাবিকের দল।
সমূদ্রে চলে গেছে মাঝিমাল্লা,
আমিও দেখেছি তাদের পদচিহ্ন।
প্রেম একেছে যে নাবিক।
প্রেমিকার বুকে আজো সেই নিঃশ্বাস কথা বলে।

আমিও নাবিকের স্বপ্নে বিভোর।
আশাবাদী মাঝিমাল্লাদের দলে যেতে চায় মন।

আমিও শান্ত শহরে,
ঘুরে বেড়াবো পথিকের সাথে।
শান্ত এই শহরে।



দেখেছি প্রেমিকার ঠোঁটে,।
নাবিকের অশান্ত প্রহর।
আমি দেখেছি কবিতায় ভালোবাসার শহর।
প্রেমের ছোয়ায় শান্ত যে নগরী।
প্রেমিকার ঠোঁটে স্নিগ্ধ বিভাবরী।

বুকের ক্রন্দন যেনো সমূদ্রের ঝড় তুলে দেয়।
প্রেমিকের মনে বান ডেকে দেয়।
আমি সেই জলে ডুব দিয়েছি।
আজো অশান্ত তাহার বুকের সমূদ্র।