ভা‌লোবাসা
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - জলধারা ২০-০৪-২০২৪

ব‌লে দি‌তে পা‌রি তোমা‌কে সে কথা
কতটা ভা‌লোবাসা বু‌কেতে জমা রয়
কতটা ভা‌লোবাসায় মানুষ আপন হয়
কতটা ভা‌লোবাসায় পথের রেখা থে‌মে যায়
তু‌মি শুন‌তে চাই‌লে বল‌তে পা‌রি
জমা‌নো দীর্ঘশ্বা‌সের মা‌নে কি
‌কেন বারবার আ‌ঁখি‌কো‌নে স‌লিল বয়।


তু‌মি জান‌তে চাই‌লে বন্ধু ও‌গো
ব‌লে দি‌তে পা‌রি হৃদ‌য়ের কথা
আমার বু‌কের অপ্রকা‌শিত ভাষা
হরদম হ‌বে আ‌লো‌কিত তোমার পর‌শে
য‌দি তু‌মি অভয় দাও হাত বাড়াও
য‌দি তোমার আ‌ঁখি‌কো‌ণে প্রশ্ন জা‌গে
ত‌বে উত্তরগু‌লো তৈ‌রি পা‌বে অবলীলায়।


আ‌মি ব‌লে দি‌তে পা‌রি তোমা‌কে সবটুকু
‌তোমার ম‌নের বাসনায় চাওয়া পাওয়ায়
য‌দি কভু ভা‌লোবাসা জাগ্রত হয়
য‌দি তোমার বাসনা আমা‌তে মিলায়
ত‌বে ব‌লে দেব ব‌লে দেব আ‌মি তোমাকেই
দু‌টি হৃদ‌য়ের ভা‌লোবাসা কারে কয়।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।