ভা‌লোবাসা রে‌খে গেলাম ২য় পর্ব
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বাংলাদেশ ২০-০৪-২০২৪

কেউ গা‌লি দিল মো‌রে ই‌চ্ছেম‌তো
‌কেউ বাঁধ‌লো ভা‌লোবাসায়
আ‌মি শুধু দিন গু‌নি আশায় আশায়
কখন রজনীর এই আঁধার ফুরায়।


আঁধা‌রের বু‌কে আ‌লোর চাষবাস
ক‌রে ক‌রে রোজ রোজ আ‌মি
কা‌রো কা‌রো কা‌ছে হ‌য়ে‌ছি অপরা‌ধি
আবার কেউ বে‌সে‌ছে ভা‌লো জা‌নে অন্তর্যামী।


‌সে যাই হোক ভা‌লোবাসা কিম্বা ঘৃণা
যাই ঘটুক এই পোড়া কপা‌লে
‌দিবস রজনী জে‌গে থে‌কে ও‌গো সজনী
গাইব গান মানবতার ভা‌লোবাসার তা‌লে তা‌লে।


আমি ‌বিহ‌ঙ্গের ম‌তো উ‌ড়ে উ‌ড়ে
সু‌রে সু‌রে ভা‌লোবাসার গান বাঁধলাম
‌কেউ ভা‌লোবাসুক অথবা নাই বাসুক
সক‌লের ত‌রে শুধু ভা‌লোবাসা রে‌খে গেলাম।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।