পৃথিবী রূপায়ণে
- এস আই তানভী

এ যে সামান্য! রক্ত, শ্রমিকের রক্ত
তবে সব মালিকের রক্তের মতো একই রঙের

এমন রক্ত ঝরে বলেই তো
পৃথিবীর বড় বড় ইমারত গড়ে উঠেছে
সমুদ্রে যে জাহাজ ভাসছে,
আকাশে যে বিমান উড়ছে, স্থলপথে যত যান চলছে
মাটিতে যে ফসল ফলছে, বড় বড় শহরে
যত কল-কারখানা গড়ে উঠছে- কোন কিছুই
বাদ পড়ে না; এমন রক্ত লেগে আছে
সব খানে- পৃথিবীর দশ কোণে।

এমন রক্ত ঝরে বলেই তোমাদের অর্থের
দাম বাড়ে, বিলাসিতা হয় আকাশকুসুম,
অহমিকায় যেনো পা পড়ে না মাটির উপর
শুধু এমন রক্তের মূল্যায়ন হয় না কখনো----।

জানো? এমন রক্ত ঝরা বন্ধ হয়ে গেলে
পৃথিবী শুধু ঘুরবে মহাবিশ্বের হিসেব নিকেশে
আর বাকী সব হয়ে যাবে অচল-
তোমাদের অহংকার, লাঞ্চনা কে দূরে ঠেলে
তাই এমন রক্ত'ই ঝরুক পৃথিবী রূপ বদলে।
____________
১৬/০৯ /১৮ইং
(দূর দেশে বসে-)
বাউশিয়ার চর, গজারিয়া, মুন্সিগঞ্জ, ঢাকা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২০-০৯-২০১৯ ১২:৩৪ মিঃ

পৃথিবী সাজাতে