‌বির‌হের গান ২য় পর্ব
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বিবিধ দুঃখ আর হতাশার কাব‌্য ২৯-০৩-২০২৪

কত প্রাণবন্ত মধুময় মুহুর্ত
সহ‌জেই অজানা হ‌য়ে‌ছে
পা‌খির ডানায় উ‌ড়ে উ‌ড়ে শে‌ষে
নী‌লিমার নী‌লে হা‌রি‌য়ে গেছে।


কত আপনজন বন্ধু সুজন
ধী‌রে ধী‌রে সম‌য়ের প্র‌য়োজ‌নে
‌কে কোথায় হা‌রি‌য়ে গি‌য়ে‌ছে
মগ‌জে তার নাই খোঁজ কো‌নোখা‌নে।


আজ এই সম‌য়ে দা‌ঁড়ি‌য়ে একা
শুধু বিরহ বসবা‌সে নিঠুর আ‌শে
হতাশায় অবগাহন অ‌চেনা সম্মু‌খে
থা‌কে না কেউ দু‌র্দি‌নে আ‌শেপা‌শে।


সম‌য়ের খেলায় সব‌কিছু হারায়
ধ‌রে রাখা যায় না কো‌নো কিছু
শুধু বিরহ জমা থা‌কে বু‌কে‌তে
অ‌বিরত ছোটাছু‌টি মায়ার পিছু পিছু।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।