এবার হয়েছে সময়
- এস আই তানভী - শুক্রবারের কবিতা

ও........................দয়াময়
দেখায়েছো করুণা অনেক
এবার গজব দেখাও সাঁই,
আর কতকাল থাকবে নিরব!
দেখো, পাপে পাপে দুনিয়া বোঝাই....।

এখানে এসে রঙেরই খেলায়
মেতে আছি সকলে আমরা,
ফুলে ফুলে ঘুরে বেড়ায়
ওড়ে যেমন মধু ভোমরা........।
ভুলে গেছি ভালোমন্দ করতে যাচাই বাছাই.....
দেখো, পাপে পাপে আজ দুনিয়াটা বোঝাই....।

দুনিয়াতে লোভে পড়ে
ভুলে গেছি মৃত্যু,
পরকালে যেতে যে হবে
ভাবি না তো কভু।
শুধু স্বার্থেরই কারণ
তোমার এই ভুবন–
পাপে করেছি পরিপূর্ণ
করেছি দুনিয়া জরাজীর্ণ...
যেনো পাপের মাঝেই আজ ধন্য সবাই
দেখো, পাপে পাপে দুনিয়া বোঝাই.....।

এবার হয়েছে সময়;
তাপ ঢেলে পাপের দাও গো সাজা,
তুমি মহাপরাক্রমশালী মালিক মোদের,
তুমি মহান পালক, অদ্বিতীয় রাজা।
সত্য-সুন্দর পথে আজ ফিরতে যে চাই
দেখো, পাপে পাপে দুনিয়া বোঝাই.....।
---------------------
১৭/০৯/১৯ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২০-০৯-২০১৯ ১১:৫১ মিঃ

জুম্মা মুবারক