সুখের চাবি
- ফয়েজ উল্লাহ রবি ২৬-০৪-২০২৪

মানুষ তুমি গর্ব করো মিছেই তোমার নাম
খুঁজবে না কেউ ভুলে যাবে র'বে না তো দাম।
সুখের লেভাস পরে তুমি করছো সুখের অভিনয়
সুখ কি জানা গেছে ? না হয় কঠিন পরিণয় ।
হাসি মুখে করছো তুমি দুঃখকে আড়াল
সুখের সামনে ইহা বড় বাধার এক দেয়াল ।
চোখ দুটুতেই জলের নদী দেখছে না তো ঢেউ
শতো কষ্ট বুকে বিঁধে দেখছে না তা কেউ ।
মনের ব্যথা মনেই মরে দেখবেনা কেউ সই
সুখের চাবি কোথায় আছে বলবে সে জন কই ?

২০১৯

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

faizbd1
২৭-০৫-২০২০ ০৪:৩২ মিঃ

ধন্যবাদ প্রিয় ।

M2_mohi
১৬-০৩-২০২০ ০৮:৪৮ মিঃ

সৃজনশীল ও মননশীল লেখা।