প্রেমে বিশ্বাস নেই
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন ২৫-০৪-২০২৪

প্রেমে বিশ্বাস নেই
- আব্দুল্লাহ্ আল মামুন

=============
প্রেমে আমার একেবারেই বিশ্বাস নেই।
তোমরা যা পছন্দ করো তাতে আমার মনোযোগ নেই।
আমি যাহা চাই,
সেটা তোমাদের কাছে চাওয়ার নেই।


শুনেছ নগেন?
প্রেমে আমার একেবারেই বিশ্বাস নেই।
প্রেমে পরলে অসহায় হতে হয়।
কারো কথায় চলতে গিয়ে দুর্বল হতে হয়।
আপন স্বাধীনতা হারিয়ে,
অসহায় হয়ে হুকুমের গোলামি তে চলতে পারলে ই,
জাগতিক প্রেম সফল হয়।


তারপর অসহায় গোলামের প্রতি যে মায়া উপচে পরে।
সেটাকে তোমরা প্রেম বল।
আমি বলি না,
তাই প্রেমে আমার বিশ্বাস নেই।


শুনেছ নগেন?
প্রেমে আমার বিশ্বাস নেই।
তবে বাসে, পাশের লাল শাড়ি পড়া মেয়েকে।
আর ট্রেনের সেই মায়াবী চোখ, ।
আজো ভুলতে পারিনি।


বুঝলে নগেন?
প্রেমে আমার তেমন বিশ্বাস নেই।


অবহেলায় পথ চেয়ে থাকার ইচ্ছা নেই।
কারো কথা মনে জমিয়ে রেখে,
দুঃখ পাওয়ায় ইচ্ছে নেই।
বুঝলে নগেন প্রেমে আগের মতো ভালোবাসা নেই।


বিরহে দিন কাটাবো তেমন সময় নেই।
একা একা সিগারেটের ধোঁয়া ওড়াবো,।
সেই সময় নেই।
নেই হাতে চিন্তাভাবনা নেবার মতো ইচ্ছা।


প্রেমিক বেচারা রাস্তায় যেভাবে দাঁড়িয়ে থাকে।
বুঝলে নগেন?
সেভাবে বসে থাকার ইচ্ছে আমার নেই।


তবে মাধবিকে আমার খুব ভালো লাগে
প্রিয়াকেও লাগতো বেশ
আর পাশের বাড়ির কালো মেয়েটি।
তাকে কখনো ভুলতে পারবোনা
সুরভি র ঠোঁটের তৃষ্ণা আজো আমার অন্তরে লেগে আছে।


বুঝলে নগেন।
প্রেমে আমার একেবারেই বিশ্বাস নেই।


ইচ্ছা নেই অসহায় হয়ে বাঁচার
ইচ্ছে নেই একা বাঁচার।


কেউ এসে করুণা করুক
সেটা পাওয়ার ইচ্ছা নেই।
বুঝলে নগেন প্রেমে আমার বিশ্বাস নেই।


দেখেছি অনেক প্রেমিক দেবদাশ আজ।
ধোঁয়া ছাড়ে বাতাসে,
প্রেমের, হতাশার, ভুল ভাবনার।


সেসব করার ইচ্ছে নেই।
কারো উপহাসের পাত্র হওয়ার ইচ্ছে নেই।
কারো কাছে ভিক্ষা চাইবার ইচ্ছে নেই।


বুঝলে নগেন?
এই দুনিয়া যাকে প্রেম বলে।
সেই সকল কর্মকাণ্ডকে প্রেম বলার ইচ্ছে নেই।
আমি তাকে প্রেম বলিনি ।


আমি যাকে প্রেম বলি।
সেটা ব্যাখ্যা করার ইচ্ছে নেই।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

almamun1996
২৮-০৯-২০১৯ ১৫:০৬ মিঃ

প্রেমে বিশ্বাস নেই
- আব্দুল্লাহ্ আল মামুন
প্রেমে বিশ্বাস নেই
=============
প্রেমে আমার একেবারেই বিশ্বাস নেই।
তোমরা যা পছন্দ করো তাতে আমার মনোযোগ নেই।
আমি যাহা চাই,
সেটা তোমাদের কাছে চাওয়ার নেই।


শুনেছ নগেন?
প্রেমে আমার একেবারেই বিশ্বাস নেই।
প্রেমে পরলে অসহায় হতে হয়।
কারো কথায় চলতে গিয়ে দুর্বল হতে হয়।
আপন স্বাধীনতা হারিয়ে,
অসহায় হয়ে হুকুমের গোলামি তে চলতে পারলে ই,
জাগতিক প্রেম সফল হয়।


তারপর অসহায় গোলামের প্রতি যে মায়া উপচে পরে।
সেটাকে তোমরা প্রেম বল।
আমি বলি না,
তাই প্রেমে আমার বিশ্বাস নেই।


শুনেছ নগেন?
প্রেমে আমার বিশ্বাস নেই।
তবে বাসে, পাশের লাল শাড়ি পড়া মেয়েকে।
আর ট্রেনের সেই মায়াবী চোখ, ।
আজো ভুলতে পারিনি।


বুঝলে নগেন?
প্রেমে আমার তেমন বিশ্বাস নেই।


অবহেলায় পথ চেয়ে থাকার ইচ্ছা নেই।
কারো কথা মনে জমিয়ে রেখে,
দুঃখ পাওয়ায় ইচ্ছে নেই।
বুঝলে নগেন প্রেমে আগের মতো ভালোবাসা নেই।


বিরহে দিন কাটাবো তেমন সময় নেই।
একা একা সিগারেটের ধোঁয়া ওড়াবো,।
সেই সময় নেই।
নেই হাতে চিন্তাভাবনা নেবার মতো ইচ্ছা।


প্রেমিক বেচারা রাস্তায় যেভাবে দাঁড়িয়ে থাকে।
বুঝলে নগেন?
সেভাবে বসে থাকার ইচ্ছে আমার নেই।


তবে মাধবিকে আমার খুব ভালো লাগে
প্রিয়াকেও লাগতো বেশ
আর পাশের বাড়ির কালো মেয়েটি।
তাকে কখনো ভুলতে পারবোনা
সুরভি র ঠোঁটের তৃষ্ণা আজো আমার অন্তরে লেগে আছে।


বুঝলে নগেন।
প্রেমে আমার একেবারেই বিশ্বাস নেই।


ইচ্ছা নেই অসহায় হয়ে বাঁচার
ইচ্ছে নেই একা বাঁচার।


কেউ এসে করুণা করুক
সেটা পাওয়ার ইচ্ছা নেই।
বুঝলে নগেন প্রেমে আমার বিশ্বাস নেই।


দেখেছি অনেক প্রেমিক দেবদাশ আজ।
ধোঁয়া ছাড়ে বাতাসে,
প্রেমের, হতাশার, ভুল ভাবনার।


সেসব করার ইচ্ছে নেই।
কারো উপহাসের পাত্র হওয়ার ইচ্ছে নেই।
কারো কাছে ভিক্ষা চাইবার ইচ্ছে নেই।


বুঝলে নগেন?
এই দুনিয়া যাকে প্রেম বলে।
সেই সকল কর্মকাণ্ডকে প্রেম বলার ইচ্ছে নেই।
আমি তাকে প্রেম বলিনি ।


আমি যাকে প্রেম বলি।
সেটা ব্যাখ্যা করার ইচ্ছে নেই।