ভালো লাগা
- পরিমল বর্মণ | Parimal Barman ২০-০৪-২০২৪

লেখাপড়ায় বসে না মন
মন যে আমার বড় চঞ্চল |
মন থাকে পুকুর পাড়ে
বন্ধুর সঙ্গে নদীর তীরে |

স্কুলটা যেন বড্ড জ্বালায়
তাই স্কুল থেকে রোজ পালাই |
লেখাপড়া বড্ড যেন বোরিং
মাঠে গিয়ে রোজ ধরবো ফড়িং |

মৎস মারিব খাইবো ভাত
লেখাপড়া বড্ড উৎপাত |
কখনো নিয়ে সঙ্গে ছিপ
ধরবো কাতলা মৃগেল রুই |

জাল ফেলবো নদী পুকুরে
রাঘব বোয়াল তুলবো দুজনে |
ঘটা করে রাঁধবে মা পদ
আজ খাবো যে চেটে পুটে |

খেলে বেড়াবো মাঠে ঘাটে
আড্ডা হবে গাছ তালাতে |
আম কুড়াবো আম বাগানে
ঘুরে বেড়াবো বনে বাদরে ||

22-09-2019(রবিবার)

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।