লক্ষ্মী
- পরিমল বর্মণ | Parimal Barman ২৭-০৪-২০২৪

যার ঘরে আছে লক্ষ্মী
সে রাঁধে, বেড়ে খায় |
যার ঘরে নেই লক্ষ্মী
পরের মুখ পানে চায় ||

যার ঘরে বসে লক্ষ্মী
আলো ভরে রসনায় |
যার ঘরে নেই লক্ষ্মী
আঁধারে আলো হাতড়ায় ||

যার ঘরে আছে লক্ষ্মী
তাঁর খাবার রুচি নাই |
যার ঘরে নেই লক্ষ্মী
তাঁর জ্বালা খিদের যন্ত্রনায় ||

যার ঘরে আছে লক্ষ্মী
তাঁর আরো আরো হয় |
যার ঘরে নেই লক্ষ্মী
তাঁর আরো আরো ক্ষয় ||

আচারে লক্ষ্মী পাবে
গরাচারে কখনো নয় |
আচারে হলে শুদ্ধ
লক্ষ্মী ঘরে অধিষ্ঠায় ||

31-03-2019 (রবিবার)

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।