অপ্সরী
- এ কে সরকার শাওন - প্রণয়-প্রলাপ ২৫-০৪-২০২৪

সুনেত্রা তুমি অপরূপা,
ডাগর তোমার আখিঁ!
অপাঙ্গের কাজল রেখায়
মন আটকে যায় সখী!

চাঁদের মত সোনামুখে,
এলিয়ে পড়ছে দীঘল চুল।
বাঁকা ঠোঁটের গোলাপ বরণ
হৃদয় কাঁটার ফুল!

হাঁসলে তুমি সূর্য হাঁসে
ঝলমল করে দুল।
মসৃণ কোমল শ্যামলা গালে
পড়ে মোহনীয় টোল!

নাকফুল যেন স্বর্ণদ্বীপ
বাঁশী মত নাকে!
চোখের পাপড়ি ঢেউ খেলে
পলক ফেলার বাঁকে!

খয়েরী রংয়ের শাড়ীর সাথে
খয়েরী গোল টিপ।
কবির চোখে টিপ নয়
যেন মুখের রত্নদ্বীপ!

আলপনা আকা আঁচলখানি
উড়তো যদি হাওয়ায়!
প্রেম পিয়াসীর মিছিল হতো
গোলাপ হাতে দাওয়ায়!

সব মিলিয়ে অপ্সরী তুমি
সেরা সৃষ্টি বিধাতার!
তোমার রূপে মুখ লুকায়
হুর পরী অবতার!

শাওনাজ, ঢাকা।
২৯ সেপ্টেম্বর ২০১৯

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।