সেদিন দুজনে বসে ছিলেম কাননে
- অরুণ কারফা

সেদিন দুজনে বসে ছিলেম কাননে
আধো আলো আর আধো অন্ধকার যার
মাঝ দিয়ে দেখছিল চন্দ্র এক মনে
কেমনে বারছিল দূরত্ত্ব দুজনার।
যতই হাসিখুশী দেখাই পাশাপাশি
একের প্রতি অন্যর ছিলনা অন্তরে
একরত্তি ভক্তি বা সামান্য বিশ্বাসই
হৃদয় যেন ছিল প’রে মরু প্রান্তরে।

হঠাত হেসে একঝাঁক বরষা এসে
ধুয়ে সাফ করে দিল মনের জঞ্জাল
আড়ালে মেঘের চাঁদ গেলে ভিন্ন দেশে
তম এসে ভেঙ্গে দিল সব বেড়াজাল।
সেই ক্ষণে হল মনে, গগনে অমার
উপস্থিতি, কাম্য অতি, নয় পূর্ণিমার।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।