বেদনার চিরকুটে নীহারিকার আস্ফালন
- মো: শফিকুল ইসলাম মোল্লা ( সজীব)

অনেক রাত আগে, কোনো এক বিনিদ্র
রাতে বলেছিলে,
মনে হয়তো আছে তোমার, তবুও
মনে নেই,
এই আমি কে ?
প্রশ্ন করেছিলে আমায়, কোথায়
হয়েছে পরিচয় ?
উত্তর মুখ
থেকে ছিনিয়ে নিয়ে তুমি, হ্যা তুমিই
বলেছিলে,
জন্মের আগে থেকেই আমার
আত্মাকে চিনতো তোমার আত্মা ৷
অথচ
কোথায় এখন সে পরিচয় ?
মরচে ধরেছে নাকি শেকড়ের
শিরা উপশিরায় ?
প্রশ্নটি প্রতিটি সেকেন্ডে আমায়
ডোবায়,
চোরাবালির শেষ সীমানায়,
তবু কি তোমায় ভাবায় ?
পাগলামীর অসম্পূর্ণ সমীকরনটি
মেলানোর চেষ্টায়,
মাঝরাতে চোখ কি যায়
তারাদের নির্ঘুম পাড়ায়?
যেখানে গবেষণা চলে রোজ,
বৃত্তের বাইরে কেন্দ্রের কেন খোঁজ?
যাই হোক,
পিপিলিকারা ডায়নোসর হোক,
আর,
জিরাফ টিকটিকি হয়ে যাক ৷
তুমি নিহারীকা রয়ে যাবে চিরটাকাল ৷
তাইতো যুগ যুগ ধরে হব মাতাল ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।