নীহারিকার সতীন , বৃষ্টি
- মো: শফিকুল ইসলাম মোল্লা ( সজীব)
মনে আছে কি তোমার
সপ্তম বউ কে আমার ?
জানি থাকলেও মুখ লাল
করে চেঁচিয়ে বলবে,
“জানিনা আমি কিচ্ছু জানিনা ,
তোমার বউয়ের পি.এ.
পেয়েছো নাকি ?"
নারে সে কথা বলছিনা ৷
যখন তোমরা আমাকে একাকীত্বের
সাগরে ফেলে দাও,
৫৹৹৹ কি.মি. উচ্চতা থেকে ৷
তখনই সে তার
খুলে দেয় প্রনয়ের গোপনতম দ্বার ৷
যখন তোমাদের চাপে আমার শরীর
পুড়ে যায়,
তখনই,
ঠিক তখনই,
সে মহাসমারোহে জুড়িয়ে দেয় প্রাণ ৷
এই যেমন,
এখন,
উত্তপ্ত উনুনে চলছিল মাঝরাত,
ঝুমুর ঝুমুর নূপুরের
সুরে করে দিলো কুপোকাত ৷
উষ্ণতাকে ছুটি দিয়ে ভিজিয়ে দিল
প্রকৃতি,
নীহারিকা তোমার প্রিয় সতীন
বৃষ্টি ৷
স্বপ্নের ত্বরীটা যার
অনুপ্রেরনায় সৃষ্টি ৷
বৃষ্টি,
তুমি কিন্তু আমার সবচেয়ে নিকটতম
সপ্তম স্ত্রী ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।