কিছু পাগল কবি ও একটি সম্মেলন
- মো: শফিকুল ইসলাম মোল্লা ( সজীব)
একটি স্বপ্নের কথা বলবো?
বলার আগেই নিষেধাজ্ঞা আরোপ ৷
হাসতে পারবেন না, কাঁদাও
যাবেনা ৷
ইচ্ছে হলে শুনবেন
অথবা
ছুড়ে মারবেন ডাস্টবিনে ৷
হয়তোবা কিছুই
যাবে আসবে না কারও ৷
এখন শুরু করবো?
নাকি থাক! আজ নাই বলি?
বলে দিলেইতো শেষ ৷
নিজেরটাই যদি বিলিয়ে দেই,
তবে
থাকবেনা তো অবশেষ ৷
এভাবে কতবার যে রিক্ত হয়েছি?
আমি আর কিছু পাগল কবি ৷
যাদের জন্য সব দিয়েছি
তারা আজও বলে, “তুইতো বোকাই
থাকবি ৷"
জন্ম জন্মান্তরের বাঁধন ছিড়ে
বেরিয়ে আসা বুক ফাটা কান্না ৷
আজ আর স্বপ্ন না ৷
করবো একটি সম্মেলন,
কিছুটা কবিদের ব্যক্তিগত
অথবা কাব্যিক আন্দোলন ৷
সবাইকে প্রশ্ন -
কবিতার কি স্বাধীনতা নেই ?
অথচ
কবিতার উৎপত্তি হয় এজন্যই !
কবিতার মূল্য
বাজারে মাপাতে চাইনা
কারন , কেউ বুঝবেনা ৷
আমারটা আমিই বুঝি
তেমনই
সবাই মহাকবি খুঁজি ৷
হয়তোবা ব্যস্ততার
ভীড়ে হারিয়ে গেছে
এ যুগের মহাকাব্য গুলো ৷
অনুভূতিরা বেসামাল,
পাঠকের চোখে বাস্তবতার ধুলো ৷
তাইতো সম্মেলন,
কিছু পাগল কবির আন্দোলন ৷
আর চাইনা পরাধীনতা ,
কাব্যজগতে ডুব দিয়েছি বলে
ভুলিনি তো বদান্যতা ৷
তবুও লড়াই, সংগ্রাম,
বাঁচি বা না বাঁচি রাখবো সম্মান ৷
রচনাকাল: ২১-০৭-২০১৪ইং ,
সন্ধ্যা ৭:০০টা
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।