পলাতক মন
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বিবিধ দুঃখ আর হতাশার কাব‌্য ২৪-০৪-২০২৪

আজ অফিস নাই,নাই কাজের বালাই
নাই সময়ের মাপঝোক,মন বলে পালা্ই পালাই
উদাসী মন শুধু হারাতে চায়
বন্ধিত্বের চারদেয়াল ভাঙ্গতে চায়
খুঁজে ফেরে মুক্ত প্রান্তর,খোলা হাওয়া
স্বপ্ন খুঁজতে খুঁজতে অচিনে যাওয়া।

সময়ের প্রয়োজনে বন্ধিত্বের শৃঙ্খলে
বাঁধা পড়ে আছে মন পলে পলে।

মুক্ত হওয়ার প্রার্থনা,মুক্ত প্রান্তর
খুঁজে ফেরে মন নীরবে বারবার-
আজ কাজ নাই,উড়ন্ত মনে ঝড়ো হাওয়া
ছুটবে নিরবধি,হবে চাওয়া পাওয়া
বিহঙ্গ মন স্বপ্ন বুনবে একাকী গোপনে
ছড়িয়ে দেবে শান্তি বানী নীরবে প্রতিক্ষণে।

আজ অফিস নাই,নাই কাজের বালাই
পলাতক মন বলে শুধু পালাই পালাই।
৩০.০৮.২০১৩

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।