কে তুমি
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - জলধারা ২৪-০৪-২০২৪

দাঁড়ালে দ্বিধা নিয়ে কে তুমি
বলো কে তুমি
আজ এ অবেলায় বিষাদী মনে
বলো কি দোলা দিচ্ছ তুমি।

আজিকে এই শেষ বেলায়
ফুরিয়ে যাবার উদাসীনতায়
কে তুমি আবার নতুন করে
টানছ আমায় নব উন্মাদনায়।

বলো কে তুমি এলে হৃদয়ে
চলে যাবার এই বিদায়ী ক্ষণে
আজিকে জড়ায়ে ধরিতে চাও
কে তুমি এই বিষাদী মনে।

দাঁড়ালে দ্বিধা নিয়ে কে তুমি
বলো কে তুমি
হৃদয়ের প্রান্ত ছুঁয়ে দিলে টান
বলো অচেনা সখি কে তুমি।
অক্টোবর,২০১২

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।