মসজিদের কান্না
- এস আই তানভী - শুক্রবারের কবিতা
দিনে দিনে যেমন বাড়ছে মানুষ
মসজিদও বাড়ছে সমান,
মসজিদ বানাতে মানুষ দিনরাত
দেয় শ্রম, করে যায় কত দান!
বাহারি অঙ্গনে যে কতশত নকশা
মসজিদের গায়ে গায়ে,
নামাজির সংখ্যা হাতে গোনা ক'জন
শত মসজিদ ঠায় দাঁড়ায়ে।।
শুধু শুক্রবারে মসজিদ ভরপুর
বেনামাজিতে ঠাসা,
দু-চার জন; যারা নিয়মিত নামাজি
হয় না তাদের বসা।
জুমাবারে দু রাকাত ফরজ নামাজ
অগণিত মুসলমানে ঢল,
তারপর, আবার আসলে জুমাবার
মসজিদ হয় প্রাণচঞ্চল।।
সপ্তাহের ছয়টি দিনেই যদি
মসজিদ থাকে হাতে গোনা ক'জনার জন্য,
তবে কেন এতো মসজিদ!
সর্বত্র দাঁড়িয়ে কাদের হৃদয় করে যায় ধন্য?
মসজিদ বানিয়ে মানুষ যদি
মসজিদে না আসে;
এতশত মসজিদ থাকা না থাকায়
কি বা যায় আসে?
খুলে যাক সব মুসলমানের কান ;
শুনতে পাক মসজিদের নিরব কান্না,
আদায় করে পাঁচ ওয়াক্ত নামাজ
মসজিদেই করুক সকল প্রার্থনা।।
যত শিক্ষা আছে মানুষের মঙ্গলে
সব কিছু পাওয়া যাবে মসজিদ মাঝে,
মসজিদ কেঁদে ডাকে, 'ওরে মুসলমান,
প্রার্থনা সময়ে মশগুল হও মসজিদে এসে।
------------------
১১/১০/১৯ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।