ভালো লাগে না কাউকে
- ফাইয়াজ ইসলাম ফাহিম

ভালো লাগে না কাউকে
যে ছিল ভালো লাগার মতো,
আমি তাহার ছিলাম না মন মতো
সেই ক্ষত এখনো দুঃখ দেয় শত।

জানি না সে আছে কেমন
দেখেছিলাম সেদিন যেমন,
হয়তো পাল্টে গেছে তার গড়ন
কিন্তু সে নিত্য আমায় দেয় পীড়ন।

আমি তাকে ভুলতে পারবো না কোনদিন,
কারণ আমার কবিতা
তার থেকে নিয়েছে ঋণ.…...


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৪-১০-২০১৯ ১২:২৩ মিঃ

হারিয়েছি