বিজয়ী প্রত্যাশা
- মো: শফিকুল ইসলাম মোল্লা ( সজীব)

আমি চাইনা সৃষ্টি,
চাইনা বৃষ্টি,
চাই শুধু প্রনয় দৃষ্টি ৷

আমি চাইনা নিশ্বাস,
চাইনা সর্বনাস,
চাই শুধু দৃঢ় বিশ্বাস ৷

আমি চাইনা বিশাল,
চাইনা মহাকাল,
চাই শুধু অনুভূতি নির্ভেজাল ৷

আমি চাইনা আকাশ,
চাইনা বাতাস,
চাই শুধু রূপালী আভাস ৷

আমি চাইনা মমতা,
চাইনা সমতা,
চাই শুধু পরাজিত হোক অক্ষমতা ৷

আমি চাইনা অসমাপ্তি,
চাইনা প্রাপ্তী,
চাই শুধু বাঁচবার শক্তি ৷

আমি চাইনা তোমায়,
চাইনা হৃদয়,
চাই শুধু তোমারই হোক বিজয় ৷

#31-10-08ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।