কল্পিত ক্যানভাস
- মো: শফিকুল ইসলাম মোল্লা ( সজীব)

জানি ,
তুমি ঘুমিয়ে পড়েছো ৷
হয়তোবা,
লোচনের বিচরনে স্বপ্ন বুনছো ৷
রঙ্গীন ইচ্ছেগুলোকে সাদাকালো করেছো ,
নতুবা,
মায়াময় আবেশে ডুবে গেছো ৷
আর আমি?
চোখের অগোচরে অভিলাষ আঁকছি
নিরবধী নিদ্রাহীন প্রহর গুনছি ৷
প্রত্যাশার বারুদ
লুকিয়ে রাখবো আর কত?
কীভাবে নিশ্চিন্তে ঘুমাবো তোমার
মত?
বুঝিনা
সবই কেন যে এলোমেলো !
তোমার মাঝে আমি,
তবুও অগোছালো ৷
স্বপ্নের বাড়িতে থাকতে চাইনা আর,
গড়বো কবে মোরা সুখের সংসার?
আর কতটাকাল
প্রতীক্ষায় রবো তোমার?
কবে হবে প্রেম স্বর্গের
বাস্তবায়ন ?
যেখানে চিরকালই তুমি
শুধু আমার ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।