শেষ রাতের প্রলাপ
- দন্তস্য সিফাত

এক আকাশ মাথার উপর, আর কিছু সম্পর্কের লাশ
নিয়ে হেটে চলেছি !
অনেক সম্পর্ক , অনেক লাশ .........
কিছু লাশ ছোট, কিছু বড়
কিছু আবেগি , কিছু শুধুই নামসর্বস্ব।
কোন রীতিতে করব সৎকার ??
নাকি রেখে দেব ব্যর্থ আশার হিমঘরে ?
পচা, গলা লাশ !
দুর্গন্ধ এসে নাকে ঠেকে,
হাটতে হাটতে ক্লান্ত হই আমি ......।।
নদীর ধারে ফুলের ঘ্রান শোকা হয় না !
লাশ কেউ নিতে চায় না, না নদী,না মাটি,
না বাতাস, না আগুন !
লাশগুলো থাকুক বেঁচে আমার মস্তিষ্কের কোন
কোণায় ...............
আর ব্যর্থ আশার হিমঘরে !!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

২৯-০১-২০১৫ ১৮:৩৭ মিঃ

very fine @

২৮-০৬-২০১৩ ১০:২৬ মিঃ

দারুণ । সাম্প্রতিক চিন্তনে উজ্জীবিত