না থেকেও রয়ে গেলাম
- এস আই তানভী
হে জনক-জননী, আদর আর শাসনের ভাই-
ভাবি, মমতাময়ী বোন আর দুষ্টু দুলাভাই,
আত্মীয়-স্বজন, যত বন্ধু-বান্ধব,
অপ্রকাশিত প্রিয়তমা আর শুভাকাঙ্ক্ষী–
তোমাদের আবরার ফাহাদের অকাল মৃত্যুতে
দেশ-বিদেশ, দলমত নির্বিশেষ– সকলে
হয়েছে এক, ধরেছে একে অপরের হাত;
রাজনীতির অপসংস্কৃতির চর্চা আর একচোখা
নীতি-আদর্শ দূর করতে নেমেছে পথে–
এর থেকেই খুঁজে নিও সান্ত্বনা, আমি
না থেকেও রয়ে গেলাম সবার মাঝে;
ভুলে যেও আমাকে হারানোর শোক----।
শুধু একটা দুঃখ পরপারেও দিন-রাত
জ্বালায়; নরক-অগ্নি থেকেও তীব্র–
যাদের সাথে এক বেঞ্চে বসে রোজ
বিদ্যার্জন করে আসছি, আমার বিছানাতেও
যারা বসে গল্পে থাকতো মেতে-
চিনতে পারি নি তাদের, বুঝতেও পারি নি-
তাদের হাতেই থেমে যাবে সব স্বপ্ন,
জীবনের যত সূত্র হয়ে যাবে গতিহীন;
মাত্র একুশতম বসন্তে এসে............।
পরপারেই আমি নটরাজ হয়ে দাঁড়াবো-
নিজ হাতে টেনে বের করবো তাদের হিংস্র-
হৃদয়, ছুঁড়ে ফেলবো নরকের জ্বলন্ত গহ্বরে;
অতপর হবো ক্ষান্ত, শান্ত, স্থীর,
আমার অস্থির আত্মা পাবে মুক্তি ------।
-----------------------
১৩/১০/১৯ইং
উৎসর্গঃ আবরার ফাহাদ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।