আজকে আবার একটা চিৎকার দেব
- মো: শফিকুল ইসলাম মোল্লা ( সজীব)

ভূমিকম্প হবে
সকালের মৃদু ভূমিকম্প নয়,
রিক্টার স্কেল ভাঙ্গার মত
যেন মহাপ্রলয় ৷
কেঁপে উঠবে অরন্য প্রকৃতি
বদলে যাবে ধুমকেতুর গতি ৷
চাঁদ খসে পড়বে ,
শনি বলয় হারাবে,
গ্যালাক্সী ভয়ে লুকাবে,
মহাকাশ নড়ে চড়ে বসবে ,
এমন একটি চিৎকার দেব ৷
তবুও কি নীহারিকার
কানে পৌছাবে?
কালের বিবর্তনে মহাকাল হয়েছে
আজ বিজ্ঞান,
অথচ পথভ্রষ্ট আত্মা অজ্ঞান ৷
কী হবে এত সবুজ দিয়ে?
কী হবে একা জ্যোৎস্না পুড়িয়ে?
নদীর আজ ভরা যৌবন,
কন্ঠনালীতে লাভার বিস্ফোরন ৷
তুমি শোনোনি মেঘের গর্জন,
ব্যর্থ, শৃগালের কপট আচরন ৷
সজীবতার অস্তিত্বে হুঁঙ্কার,
ভাঙ্গেনি তন্দ্রা তোমার ৷
পৃথিবী আজ বিলীন হবে,
নীহারিকা তুমি কি শুনবে?
হরমোনের ছোটাছুটি অবিরাম,
কিনেছো ঘুম,
দাওনি ভালোবাসার দাম ৷
ধুমকেতুর নিউক্লিয়াসে
অব্যাক্ত বার্তা,
ওরঠ মেঘের ওপাশে
তোমার ঘরটা ৷
আত্ম অহমিকা ছুড়ে ফেলে
কান পেতে শোনো ,
ধরণীর আদি লগ্ন থেকেই
আমার তুমি , জানো ?
চিৎকারে ফেঁটে যাবে বাস্তব ৷
ফিরে এসো এখনই,
নইলে পাবে ধ্বংসস্তূপ ৷

রচনাকাল: ২৩-০৭-২০১৪ইং
সময় ২৩:২০
প্রকাশ: ফেইসবুক ওয়াল ৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।