গুরু গুরু রবে চারিদিকে যবে
- অরুণ কারফা
গুরু গুরু রবে চারিদিকে যবে
মেঘেরা করছে আপন মনে খেলা
মনে পড়ে গেল সেই দিন সবে
ভাসাতেম কাগজের রঙিন ভেলা।
কখনো তোমার কখনো আমার
এগোত এক জনের দারুণ জোরে
কখনো বা সইতে না পেরে ভার
উলটাতো একে অন্যকে ধাক্কা মেরে।
কখনো বা পড়লে ঘূর্ণিতে তারা
খোয়াত তাদের মনোমোহিনী চাল
হাততালি দিলে আরো বেশী ওরা
হারিয়ে ছন্দ তাল হত বেসামাল।
এসব দেখে এখন বুঝি কত
জীবনে করেছি ভুল সহস্র শত
সংসার যখন কারো দ্বন্দ্বে রত
আমরা ঢেলেছিলেম ফুর্তিতে ঘৃত।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।