নীহারিকা এখনও শোনেনি !
- মো: শফিকুল ইসলাম মোল্লা ( সজীব)
হঠাৎ থেমে গেল চিৎকার,
স্তব্ধ হল সজীবতার হুঁঙ্কার ৷
অদৃশ্য বার্তা এল আত্মার কানে,
বললো সে নাকি সবই জানে ৷
দিশেহারা মন ছুড়ে দিল প্রশ্ন,
“কে তুমি?
আর কী বা জানো?"
আবার আওয়াজ এল,
“যা জানতে চাও সবই পাবে ৷"
“মানে?
বুঝিনি খুলে বলো ৷"
“রহস্য ভেঙ্গে কী হবে!
থাক ওসব, পরে জেনো,
যেটা দরকার শুধু সেটাই আনো ৷"
আমি আবার ফিরে গেলাম
চিৎকারে ৷
বললো সে,
“ডেকোনা তারে বারেবারে ৷"
“কেন?"
“লাভ হবেনা কোনো ৷
পৃথিবীতে আজ দূষিত প্রকৃতি
লাভ হবে না , শুধু হবে ক্ষতি ৷"
আমি থমকে গেলাম,
ধ্বংসের ভয়াবহতার চেয়ে বেশী ভয়
পেলাম ৷
আবার বললো, “সভ্যতার অবদানে,
মানবের নানা বিজ্ঞানে,
মৃতপ্রায় ধরনী ৷
তাই,
নীহারিকা আর কথাও শোনেনি ৷
যদি ফিরিয়ে দিতে পারো
পাখির কলতান,
যদি ফিরিয়ে দিতে পারো
জীবনের জয়গান ৷
যদি ফেরাতে পারো
ক্ষয় যাওয়া বায়ুমন্ডলের প্রাণ,
যদি ফেরাতে পারো
মনুষত্বের জ্ঞান ৷
তবেই শুনবে নীহারিকা,
ফিরে পাবে
সজীবতার হারানো সম্মান ৷"
রচনাকাল : ২৫-০৭-২০১৪ইং
সময়: রাত ০০:৪০ টা
প্রকাশ: ফেইসবুক ওয়াল
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।