তুচ্ছ প্রাণের আদিখ্যেতা ৪৮
- অনির্বাণ মিত্র চৌধুরী

অনেকদিন কথা হবে না।
তারপর হঠাৎ নীরবতা ভেঙে একদিন
জানতে চাইবে কেমন আছি
অনেকদিন কথা না বলার আড়ষ্টতায়
কথামালা যেন আটকে থাকবে জিহ্বায়।
অনেক কথা বলবো-বলবো করেও
সেদিন বলা হয়ে উঠবে না।
অনেক ইতস্ততার পর,
কেউ একজন বলবো, ঠিক আছে, পরে কথা হবে।
এরপর–
কথা হবার ব্যাপারটা ভুলেই যাব পরস্পর।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।