খুব ইচ্ছে করে
- এস আই তানভী
খুব ইচ্ছে করে
তোর বুকটা ফেঁড়ে
দেখি, কেমন তোর হৃদয়?
সে কি রক্তের কোন মাংসপিণ্ড
হীরক কিংবা কঠিন শিলার খণ্ড
না কি ধৈর্যের হিমালয়?
তুই যে ব্যস্ত পথে
ঝকঝকে দিবালোকে
গর্ভের ভার নামিয়ে দিলি
টাকার নেশায় মানুষ তখন
ভুলে ছিলো প্রেম-ভূবন,
তুই কেমন করে বেঁচে ছিলি?
পারলি না তবুও চুমু দিতে
বুকে ধরে কাঁন্না থামাতে
চাইলি যখন, তাকে কোলে নেবার
বিবেকের গালে লাথি মেরে
মানবতার গায়ে প্রসাব করে
পার হয়ে গেছে স্বার্থান্ধের এপার।।
খুব ইচ্ছে করে বোন
তোর ভেতরে নিজেকে রেখে এখন
কেমন করে আছিস বেঁচে জানতে,
এই পৃথিবীর আলো বাতাসে
হাহাকারের গন্ধ শুধু ভাসে
শুদ্ধতার রস ঘ্রাণ নেই যে কোন প্রান্তে।
------------------
১২/১০/১৭ইং
উৎসর্গ :- অমানুষদের বিবেক কিনতে ব্যর্থ পারভিন, ব্যস্ততম পথে নিরুপায় হয়ে দিবালোকে প্রসব করা সন্তানের মা (জন্মের পরে যে সন্তান মরে গেছে- ঘুমন্ত মানবতার কারণে।)।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
২৩-১০-২০১৯ ০৮:১৪ মিঃ
উৎসর্গ :- অমানুষদের বিবেক কিনতে ব্যর্থ পারভিন, ব্যস্ততম পথে নিরুপায় হয়ে দিবালোকে প্রসব করা সন্তানের মা (জন্মের পরে যে সন্তান মরে গেছে- ঘুমন্ত মানবতার কারণে।)।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।