পল্লী জননী
- মোঃ মুসা ২৬-০৪-২০২৪

এই গ্রাম ছবি মাখা- ফুলফলে নদী মাঠে
তরূলতা মাখিয়াছে- অন্যতম বিবর্তন,
তাজা তাজা কচিপাতা- মুকুলের ডালপটে
ধানে গম ফসলের- রূপচর্চা আবর্তন।
সীমান্ত ঘেরায় বাঁধ- বাঁধা উঁচু সিঁড়ি বাঁধ
নদীর দমকা ছোব-অস্তিত্ব এক রক্ষায়।
চারপাশে নদী মোহ- মেঘনার নদ মাতা
নদীর শ্রোত জড়িয়ে-জল ডাঙার শাখায়।
আকাশের সাথে মাটি করিয়াছে আলিঙ্গন
নীলের সাথে সবুজ কিংবদন্তির প্রাক্তন।
/অক্ষর বৃত্ত//

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।