অসঙ্গতি
- উত্তম চক্রবর্তী ২৫-০৪-২০২৪

শ্রদ্ধাভাজন যখন বলে গেলো,
তুমি এসো! এই পথ ধরে...
আপ্রাণ প্রয়াস ছিল
বাঁধা পড়ে- দেখা দিল অসঙ্গতি।
আয়োজনে বিঘ্ন ঘটে বেশ!
আসলে, সবকিছু স্বীয় বলে হয় না,
একটা টান আছে বৈকি!
অদৃশ্য বলেই বলছি-
কে বুঝে এই সংসারে!

তাং- ২৩/১০/১৯ ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।