জনতার মরণ
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বাংলাদেশ ২৪-০৪-২০২৪

সুন্দরের বুকে অসুন্দরের হাসি
আলো ধ্বংসে আঁধারের জয়গান
সত্য ঢেকে মিথ্যার জয়ধ্বনি
জীবিত নিশ্চুপ জাগ্রত মৃতপ্রাণ।

শয়তানি ধোঁকায় বন্ধি বিবেক
কাড়াকাড়ি-মারামারি চলছে অফুরান
রক্তের নেশা শিরায় শিরায়
মায়া মমতা চিরতরে ম্লান।

যেভাবেই হোক চাই ক্ষমতা
না ভেবেই পরমত বর্জন
পদপিষ্ট রোজ রোজ আমজনতা
দেশের বুকে আজ রক্তক্ষরণ।

হায় আমার প্রিয় বাংলাদেশে
এভাবেই নীরবে লেগেছে গ্রহণ
নেতা-নেত্রী করছে গ্রাস সবটুকু
আর থেকে থেকে জনতার মরণ।
১১.০৯.২০১৩

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।