বিশখা
- আবু নাছের জুয়েল

কিছু কিছু স্মৃতি ,আর কিছু কান্না
আমায় পিছু ডাকে
সরাটি জীবন চায়েছি আমি তোমায়
কিপেলাম আমি শেষে ?

অনেক কষ্টে ভালো আছি আমি
তোমার স্মৃতি বুকে নিয়ে বাঁচি
তোমায় ছাড়া চন্নছাড়া আমি
হতাশার এ জীবন নিয়েই বেঁচে আছি৷

পাইনা খুজে সুখের দেখা
জীবন মোর শুধুই হতাশা
কত দিন হলো দেখি না তোমার
কেমন তুমি আছ বলো ?
আমার প্রানের বিশখা৷


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।