মহাকালী
- উত্তম চক্রবর্তী ২৫-০৪-২০২৪

অন্ধকার আজ কেটে যাবে,
ভুবন আলোয় ভরে পাবে।
ভোরের পাখি গাইবে সুখে,
নতুন দিনে রঙিন মুখে।

ত্রিতাপ জ্বালা অবসানে,
মাতৃকারই আগমনে।
মহাশক্তির সঞ্চিত রূপ,
নিত্য বহে সুগন্ধ ধূপ।

জগৎ জুড়ে অন্ধ জনে,
ঘুরে-ফিরে দগ্ধ মনে।
নয়ন মুদে থাকে যে জন,
চোখ থেকেও দেখে না ক্ষণ।

প্রদীপ জ্বেলে ভুবন আলো,
করবে দূর ঐ যত কালো।
অন্তরাত্মা ঘুচবে তারি,
দুঃখ বিলাপ সবই হারি।

মহা কালের মহাকালী,
বিনাশ করেন মনের কালি,
শক্তি দিয়ে ভক্ত হৃদয়,
শঙ্কা দূরে রয় সমুদয়।

তাং- ২৭/১০/১৯ ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।