সত্ত্বার সাথে কথা বল
- Chowdhury fahad

ঝগড়া করো নিজের সাথে
কথা বল নিজের সাথে
নিজেকে নিজে সময় দাও
কিছু সময় একান্ত নিজের করে নাও
নিজেকে নিয়ে ব্যাস্ত থাকে
সবাই ছেড়ে চলে গেলেও যাতে তুমি একা না হয়ে যাও
নিজের মাঝে যে সত্ত্বার বাস তাকে জাগ্রত রাখ
বুজতে শিখো নিজের ভেতরের সত্ত্বা টা কি চায়
কি পেলে সে খুশি হয়
কি জন্য তার মন খারাপ হয়
কিসে সে ভালো থাকে
কিসে প্রানবন্ত হয়ে থাকে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।