সূর্য গেল অস্তাচলে
- এ কে সরকার শাওন - চেয়ার ও চোর ২৫-০৪-২০২৪

হয়তো ভুল ছিল,
ছিল না কোন অন্যায়;
তবু কেন এত চড়া মাশুল?
মেনে নেয়া বড় দায়!

ভুল শোধরানো যেতো
থাকতো যদি স্নেহাতুর দৃষ্টি!
তিলকে তাল বানিয়ে
করা হলো মহা অনাসৃষ্টি!

লঘু পাপে গুরু দন্ড,
কি হলো কি হায়!
চেয়ে চেয়ে দেখা ছাড়া,
ছিলো না কি কোন উপায়!

কোটি জনতার সাথে
আমার হৃদয়েও রক্তক্ষরণ চলে!
শোকে দ্রোহে স্তম্ভিত আমি,
ক্রিকেটের সূর্য গেল অস্তাচলে!

সাকিব আল হাসান
ক্ষণজন্মা সর্বসেরা ক্রিকেটার
আঁধারের বুক চিড়ে
প্রস্ফুটিত হবেই আবার!

লেখার সময়: বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
লেখার স্থানঃ শাওনাজ, ঢাকা
প্রকাশিত : বুধবার, ৩০ অক্টোবর ২০১৯

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।