স্মৃতি ও বনিতা।
- ইকবাল হোসেন বাল্মীকি - ঝংধরা ডায়েরীতে মিথ্যা গোলাপ। (অপ্রকাশিত কাব্য।)

স্মৃতি ও বনিতা।
------------------------

ভালোনাবেসেও যদি ভালবাসি বলো
চোখ জোড়া খুলে দেবো জলে টলোমলো
রাখিও পারদজলে খুলে তার মনি
ওখানে খোদাই করা দ্রোহী অভিমানী ।।

দ্রোহের আগুনে জ্বলে জালিয়াছি চিতা
এ জন্মের যতো মধু তোমার অমৃতা
আমার গলাতে নেমে হয়েছ গরল
সাকিও হলেনা সখি হলেনা সরল।।

এমন ধোসর দিন পোহানো যে দায়
তপ্ত কয়লার খনি পরিয়াছি গায়
যে জলে আগুন জ্বালে পাব কি সে জল
না হয় আংরা হলাম বনিয়ো কাজল।।

যখন খুলবে সখা এ দেহ বল্লরী
মিথ্যা হলেও যেও লাজে তুমি মরি
আঁচল কামড়ে যেনো পড়ে থাকে দাঁত
নাইবা করলে মনে আমাদের রাত।।

জানিনা কেমনে রাখো হিতানে বালিশ
নিন্দ কি ভাঙ্গায় আজো দোয়েলের শিষ
ভোরের কিরণ মাখো কার মুখ দেখে
কার জন্য কাঁদো কার বুকে মুখ রেখে।।


(১৫/২/১৯৯৮ ঢাকা। ঝংধরা ডায়েরীতে মিথ্যা গোলাপ।
অপ্রকাশিত কাব্য।)


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।