অন্ধকারেই সত্য-মিথ্যা
- এস আই তানভী ২৬-০৪-২০২৪

ইরানের অন্ধ আইন-
জোর করে রিহানে জাবারির গলায়
এঁটে দিয়েছো ফাঁসির দঁড়িটা, ভেবেছো-
প্রতিবাদের কণ্ঠ এখানেই শেষ ? না, কোন আইন
প্রতিবাদের কণ্ঠ রুখতে পারেনা, পারে না ।
প্রতিবাদ করে বলছি- মৃত্যুদন্ড দাও ।
মৃত্যুদন্ড দাও সেই চিঠিটার, ফাঁসির দঁড়িটা
গলায় ঠেসে দেবার আগে রিহানে জাবারি
তার মায়ের কাছে মুক্তোর মতো জ্বলজ্বল করা
যে কথাগুলি লিখেছিল হৃদয় নিংরানো কালি দিয়ে ।

মৃত্যুদন্ড দাও তার শেষ ইচ্ছেটাকে ।
প্রমাণ করো মৃত্যুর আগে কেউ
কত সুন্দর মিথ্যে লিখতে পারে ।
এই চিঠিটার মৃত্যুদন্ড যদি দিতে না পারো
তাহলে রিহানে জাবারির বিরুদ্ধে রায় টা মিথ্যে
তাঁর ফাঁসি কার্যকর চরম অন্যায় ।
রিহানে জাবারি মরেনি- মেরে ফেলা হলো ।
ইরানের অন্ধ আইন- বুঝলেনা,
তাঁর কোমল হাতে কেন ছোড়া এলো ?
নিজের সম্ভ্রম বাঁচানো আর নিজেকে বাঁচানো
তোমার অন্ধ চোখে অন্যায় !
ইরানের অন্ধ আইন- শুধু আমি নই
তোমার কালে সবাই দেয় থুতু।

চেয়ে দেখো পৃথিবী, সম্ভ্রম বাঁচাতে
মৃত্যু মেনে নিলো রিহানে জাবারি আর
বলে গেল এ না কি বিধির বিধান !
------------------
২৪/১০/১৪ইং
বিঃদ্রঃ ২২/১০/১৯ইং তারিখে রিহানে জাবারির ফাঁসি কার্যকর করে ইরানের সরকার-------------- উৎসর্গ তাঁকেই।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

Tanvi
৩১-১০-২০১৯ ০৯:১২ মিঃ

২২/১০/১৯ইং তারিখে রিহানে জাবারির ফাঁসি কার্যকর করে ইরানের সরকার-------------- উৎসর্গ তাঁকেই।

Tanvi
৩১-১০-২০১৯ ০৯:১২ মিঃ

২২/১০/১৯ইং তারিখে রিহানে জাবারির ফাঁসি কার্যকর করে ইরানের সরকার-------------- উৎসর্গ তাঁকেই।

Tanvi
৩১-১০-২০১৯ ০৯:১২ মিঃ

২২/১০/১৯ইং তারিখে রিহানে জাবারির ফাঁসি কার্যকর করে ইরানের সরকার-------------- উৎসর্গ তাঁকেই।