এই সেই চাঁদ
- ইকবাল হোসেন বাল্মীকি - অদ্য পুরাণ (অপ্রকাশিত কাব্য)

চাঁদ দেখো চাঁদ
চাঁদ দেখা গেছে আরবে?
চাঁদ দেখা গেছে আজমে?
কোন চাঁদে আলো আর কোন চাঁদে কলঙ্ক।
কোন চাঁদে লু-হাওয়া আর কোন চাঁদে মৌসুমি বাদল।
কোন চাঁদে আজোয়ানী খেজুর আর কোন চাঁদে মালদই আম।

চাঁদের গায়ে কোনো নামাঙ্কিত নেই, ভিসা নেই, একামা নেই
শেখ নেই, মিসকিন নেই, কাজের মেয়ের সাথে সহবৎ নেই।

চাঁদ দেখো চাঁদ
চাঁদ দেখা গেছে আশরাফি আতালে
চাঁদ দেখা গেছে আতরাফি চাতালে
কোন চাঁদ বনেদীর আর কোন চাঁদ ইতরের
কোন চাঁদ আসমানি আর কোন চাঁদে জমিনের ছায়া
কোন চাঁদ আমদানী কৃত আর কোন চাঁদে স্বদেশী আকাশ।

চাঁদে ছুঁৎমার্গ নেই, অসুয়া বৃত্তি নেই, চাঁদে ছুঁয়াচে ক্রোদ নেই
লোভ নেই, ভণ্ডামো নেই, বান্দি-ক্রিতদাস নেই, ‘ওজির অজুরত’ নেই।

চাঁদ দেখো চাঁদ
চাঁদ দেখা গেছে শ্যাম দেশে
চাঁদ দেখা গেছে সৌদের সম্রাজ্য
কোন চাঁদ রোদে পুড়া আর কোন চাঁদ তেলে বিদৌত
কোন চাঁদ ঊমাইয়া আর কোন চাঁদ আব্বাসিয়া
কোন চাঁদ উস্টের যুদ্ধের আর কোন চাঁদ কারবালার।

চাঁদে কোনো সিংহাসন নেই, খুৎবা নেই, সিয়াছত নেই
শিরোচ্ছেদ নেই, গনিমত নেই, গনহত্যা নেই, জল্লাদ ঘাতক নেই।

চাঁদ দেখো চাঁদ
চাঁদ দেখা গেছে লিবিয়ায়
চাঁদ দেখা গেছে আরব আমিরাতে
কোন চাঁদ ফিতিমদ আর কোন চাঁদ ওয়হাবী
কোন চাঁদ ভুমধ্য সাগর আর কোন চাঁদ লোহিত সমুদ্র
কোন চাঁদ বেদুইন আর কোন চাঁদ মুফতি ভদ্রনোক।

চাঁদের গর্ভে তৈল নেই, বৈতল নেই, বিশ্বাস ঘাতক নেই
ভাড়া করা সৈন্য নেই, স্পাই নেই, কোনো প্রকার আমিরাত নেই

চাঁদ দেখো চাঁদ
চাঁদ দেখা গেছে তেল আবিবে
চাঁদ দেখা গেছে পশ্চিম তীর ও গাজা উপত্যকায়
কোন চাঁদ মোসা আর কোন চাঁদে মোহম্মদ
কোন চাঁদে অল্ট টেস্টামেন্ট আর কোন চাঁদে আখেরি বানী
কোন চাঁদে প্রতিশ্রুত ভুমি আর কোন চাঁদে বাক্কার পাহাড়।
চাঁদের দেশে নাম হীন কবর নেই, ভুমি খোর নেই, কামান নেই
জঙ্গি বিমান নেই, বেলফোর ট্রিটি নেই, গোলান মালভূমি নেই, যুদ্ধ নেই

চাঁদ দেখো চাঁদ
চাঁদ দেখা গেছে মসোপটোমিয়ায়
চাঁদ দেখা গেছে শাতিল আরব্য ইরাকে
কোন চাঁদ আহলে সুন্নত আর কোন চাঁদ সাকুল্যে শিয়া
কোন চাঁদে হজরত ওসমান আর কোন চাঁদে মহানা আলী
কোন চাঁদে বিবি আয়শার কবর আর কোন চাঁদে মা ফাতেমার দুঃখ।

চাঁদে ইতিহাস তছরুফ নেই, রাহাজানি নেই, নাড়ীর হিংসা নেই,
গোড়া বিশ্বাস নেই, অমানুষ নেই, অবিজ্ঞান নেই,কোন অন্ধত্ব নেই।

চাঁদ দেখো চাঁদ
চাঁদ দেখা গেছে পৃথিবী প্রদক্ষিণ করতে
চাঁদ নিয়ে আসে জোয়ার ভাটা সাগরের জলে
চাঁদ আমাদের ভারসাম্য বজায় রাখে, জোনাক জ্বালে
চাঁদ নারীর কাছে অতিব সনাতন অমুল্য গণকের গনিত
চাঁদ বুক পেতে হত্যারক উল্কা পিণ্ড গিলে খায়, ক্রেটর বানায়

চাঁদ বুড়িমার বিশ্বাসের মতো , চাঁদ প্রেমের নাম, চাঁদ খুস নসিব
চাঁদে আশিকার উদলা শরীর, মাসুকের চোখ, চাঁদ আম্মি জানের ভাই, চাঁদ মানে উৎসব। ঈদ।

28/০৭/১৪ লন্ডন।বাল্মীকি। অদ্য পুরাণ ( অপ্রকাশিত কাব্য)।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।